আদিত্য-শাহরুখ-ক্যাটরিনা জাদু


প্রকাশিত: ০৩:৪৫ এএম, ২৩ নভেম্বর ২০১৪

সিনেপর্দায় আবার চলবে আদিত্য-শাহরুখ-ক্যাটরিনা জাদু। ‘যাব তক হে জান’ ছবিটিতে শাহরুখ-ক্যাটরিনা অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার পর আবার তাদের নিয়ে একসঙ্গে কাজ করতে চাইছেন আদিত্য চোপড়া, এমনটাই মনের ইচ্ছা প্রকাশ করলেন তিনি।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিছেন, “আমি একটি নতুন ছবি করতে চলেছি। ছবিটিতে নায়কের চরিত্রে দেখা যাবে কিং খানকে। আমি শাহরুখকে স্ক্রিপ্ট শুনিয়েছি। ওর ভাল লেগেছে। তবে ছবির  নায়িকার এখন ঠিক  হয়নি। তবে এক্ষেত্রে আমার প্রথম পছন্দ ক্যাটরিনাকে”।

আপাতত বলিউডের তিন খানের সঙ্গেই অনস্ক্রিনে জুটি বেঁধে ফেলেছেন বি-টাউনের এই বার্বি ডল । কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আমিরের সঙ্গে তার সিনেমা ‘ধুম- থ্রি’। যা বক্স অফিসে দাপিয়ে বেড়িয়ে। তবে সম্প্রতি ক্যাট এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বলিউডের খানদের মধ্যে অনস্ক্রিন রোম্যান্সে তিনি সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য সালমানের সঙ্গে”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।