এপ্রিলে কাজলরেখার শুটিং শুরু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০২ মার্চ ২০২২
কাজলরেখার টিমের ব্রিফিং/ছবি: মাহবুব আলম

অডিও শুনুন

বাংলা সাহিত্যের ঐতিহ্যবাহী নিদর্শন মৈমনসিংহ গীতিকা থেকে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করতে যাচ্ছেন তার নতুন সিনেমা ‘কাজলরেখা’। আগামী এপ্রিলে কাজলরেখার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২ মার্চ) সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে কাজলরেখা টিম নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বর্তমানে সিনেমার সেট নির্মাণের কাজ চলছে বলে জানান পরিচালক।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, কাজলরেখা নির্মিত হচ্ছে মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ পালা থেকে। ওই সময়ে নয় বছর বয়স হলেই সামাজিক নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। কাজলরেখার বয়স যখন ৯ তখন এক নতুন গল্প তৈরি হয়, এটিই আমার সিনেমার মূল গল্প। এর চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করেছি আমি নিজেই।

তিনি আরও বলেন, আমাদের কাজলরেখা সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা। সিনেমাটি আমার স্বপ্ন। প্রায় ১১ বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি। এখন নির্মাণ করতে যাচ্ছি। ভালো লাগছে।

jagonews24

এসময় নবাগত অভিনেত্রী মন্দিরা বলেন, কাজলরেখা একটি রূপকথার গল্প। প্রায় ৪০০ বছর আগের কাহিনি। আসলে আমি এই কাজটি নিয়ে বেশ স্বপ্ন দেখছি। এটি আমার জীবনের প্রথম বড় কাজ। আমি খুবই আনন্দিত, আমার শৈশবের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

অভিনেতা শরিফুল রাজ বলেন, কিছুদিন আগেই নির্মাতা সেলিম ভাইয়ের সঙ্গে একটা সিনেমা করেছি। ওনার পুরো টিম চমৎকার। সবাই খুব ডেডিকেশন নিয়ে কাজ করেন। আমি তার স্বপ্নের সঙ্গে থাকতে পারছি, তাই ভালো লাগছে।

সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে দেখা যাবে ইরেশ যাকের, রাফিয়াথ রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে।

এমআই/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।