রাজনৈতিক সমাবেশের প্রভাব বাণিজ্য মেলায়
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দলীয় কর্মসূচির কারণে তীব্র যানজটের কবলে পড়েছে পুরো রাজধানীবাসী। যার প্রভাব পড়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও। ফলে অন্যান্য দিনের তুলনায় কমেছে দর্শনার্থীর সংখ্যা। ক্রেতা শূন্য অনেক স্টলে অলস সময় পার করছেন বিক্রেতারা।
১১তম দিনে (সোমবার) বাণিজ্য মেলায় দর্শনার্থীদের সংখ্যা কিছুটা থাকলেও প্রতিষ্ঠানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়নি। রাজনৈতিক সমাবেশ আর রাজধানী জুড়ে যানজটের ভোগান্তির কারণে ক্রেতার সংখ্যা কম বলে মনে করছেন ব্যবসায়ীরা। মেলায় অংশগ্রহণকারীদের সঙ্গে আলাপকালে এমনটিই জানা গেছে।
ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা জানান, বাণিজ্য মেলায় এক মাসের জন্য স্টল প্যাভিলিয়ন বরাদ্দ নিতে অনেক অর্থ গুনতে হয়েছে। আর সেই অনুযায়ী যদি ক্রেতা দর্শনার্থী ও অর্ডার না পাওয়া যায় তাহলে লোকসান গুনতে হবে।
মেলায় অংশগ্রহণকারীরা বলেন, দিন যত যাচ্ছে মেলায় দর্শনার্থীদের সঙ্গে ক্রেতার সংখ্যা তত বাড়ছে না। কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা না বাড়লে উদ্বেগ-উৎকন্ঠা কাজ করে।
ব্যবসায়ীরা বলেন, গত কয়েকদিন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দর্শনার্থীদের ভিড়ের মধ্যেই ক্রেতাদের সংখ্যা ভালো ছিল। বেচাকেনা ভালো হয়েছে। কিন্তু সোমবার রাজনৈতিক কর্মসূচি থাকায় পুরো রাজধানীতে যানজটে ভোগান্তিতে পড়ে নগরবাসী। আর যানজটের প্রভাবেই বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থী কম বলে মনে করছেন অনেকেই।
বাণিজ্য মেলায় আগত কয়েকজন দর্শনার্থীর সঙ্গে আলাপকালে তারা জানান, আজ মেলায় আসতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। যা গত কয়েকদিন ছিল না।
মো. আবুল হাশেম নামের একজন দর্শনার্থী জানান, আজ সকাল ১১ টায় যাত্রাবাড়ী থেকে মেলায় আসার জন্য রওনা দিয়েছি। মেলায় এসে পৌঁছলাম বেলা ২ টায়। মাঝপথে ভিআইপি মুভমেন্টের জন্য তীব্র যানজট ছিল। আমি যে পরিবহনে এসেছি সেটাতে মেলাগামী কয়েকজন যাত্রীকে বাড়ি ফিরে যেতে দেখা গেছে। আমি একা এজন্য খুব বেগ পোহাতে হয়নি। কিন্তু যাদের সঙ্গে নারী ও শিশু রয়েছে তাদের করুণ অবস্থা হয়েছে।
বাণিজ্য মেলায় অংশ নেয়া ইন্ডিয়ান ফুট ওয়ারের আদিত্র জানান, সোমবার পুরো রাজধানী যানজটের চাদরে ঢাকা ছিল। নিজ বাসা পুরান ঢাকার সূত্রাপুর থেকে সকালে রওনা দিয়ে দুপুরে বাণিজ্য মেলায় এসেছি। এমন সময় লাগাই অনেক ক্রেতা দর্শনার্থী বিরক্ত হয়ে ফিরে গেছেন।
মেলায় ‘দুল’ ব্রান্ডের কসমেটিকস স্টলের মালিক রবিউল হোসেন মিন্টু জানান, গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে তেমন বিক্রি হয়নি। এ বছর রাজনৈতিক স্থিতিশীলতা থাকলেও তেমন দর্শনার্থী নেই। আজকে রাজনৈতিক সমাবেশের কারণে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে ক্রেতা নেই বল্লেই চলে।
মেলা চলাকালীন রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকার জন্য সব দলের প্রতি আহ্বান জানান এ ব্যবসায়ী।
এসআই/একে/আরআইপি