বিউটি অ্যান্ড ফ্যাশন অ্যাওয়ার্ডে আলো ছড়ালেন ওমর সানি-পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০১ মার্চ ২০২২

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বিউটি অ্যান্ড ফ্যাশন অ্যাওয়ার্ড-২০২১। এসএম বিউটি একাডেমি এবং আগামীর আয়োজনে রাজধানীর রেডিসন ব্লুতে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এই আয়োজনে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ও চিত্রনায়িকা পূর্ণিমা।

মৌসুমী মৌয়ের সঞ্চালনায় সারাদেশ থেকে বিউটি এবং ফ্যাশন সেক্টরে এই প্রথম ৬৪ জেলা থেকে নির্বাচিত ৬৪ জনকে সম্মাননা তুলে দেওয়া হয়।

এস এম বিউটি একাডেমির ব্যবস্থাপনা পরিচালক আকলিমা আক্তার শান্তার শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর মাহমুদুল হাসান টনির কোরিওগ্রাফিতে জমকালো ফ্যাশন শো, নাচ পরিবেশন করা হয়। ফাঁকে ফাঁকে চলে সম্মাননা প্রদান।

আয়োজন সম্পর্কে নায়িকা পূর্ণিমা বলেন, ‘এটা দারুণ একটা অনুভূতির আয়োজন। এখানে সারাদেশের ৬৪ জেলার বিউটিশিয়ান এবং ফ্যাশন শিল্পীরা অংশ নিয়েছেন। অনেকের উঠে আসার গল্প শুনেছি, যা আমাকে প্রেরণা দিয়েছে। পরিবার, সমাজসহ নানা প্রতিকূলতাকে পেরিয়ে তারা নিজেদের আজকের অবস্থানে নিয়ে এসেছেন। তাদের মতো সফলদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমি আনন্দিত।’

jagonews24

নায়ক ওমর সানি বলেন, ‘অনুষ্ঠানে আসার আগে এর গভীরতা এতোটা বুঝতে পারিনি। আমাদের মা বোনরা দিন দিন নানা মাধ্যমে বিকশিত হচ্ছেন দেখে ভালো লাগে। বিউটি ও ফ্যাশনেও তারা যেভাবে নিজেদের উন্নয়ন ঘটাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। সবার জন্য আমার শুভকামনা থাকলো।’

অনুষ্ঠানের আয়োজক ছিলেন আকলিমা আক্তার শান্তা, ময়না আক্তার এবং বাবুল আক্তার।

বিউটি অ্যান্ড ফ্যাশন অ্যাওয়ার্ডের স্ট্র্যাটেজিক এবং পিআর পার্টনার ছিল লুমেক্সথ্রিসিক্সটি, ফটোগ্রাফি পার্টনার মেমোরি বাসকেট, সাপোর্টিভ পার্টনার লাফজ।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।