৫০০ কোটি বাজেটের সিনেমা ‘আদিপুরুষ’র মুক্তি পিছিয়ে গেল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:০৭ পিএম, ০১ মার্চ ২০২২

‘বাহুবলী’খ্যাত দক্ষিণী অভিনেতা প্রভাস। যার অভিনয়ের জাদুতে মুগ্ধ তার ভক্তরা। এবার আসছে তার সিনেমা ‘আদিপুরুষ’। ওম রাউত পরিচালিত সিনেমাটির নির্মাণ ব্যয় বাংলাদেশি টাকায় প্রায় ৫০০ কোটি। এখানে গ্রাফিক্সে কাজ করবে হলিউডের বিখ্যাত ‘গেম অব থ্রোনস’র টিম।

ছবিটি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। সিনেমাটি ১১ আগস্ট প্রেক্ষাগৃহে আসার কথা ছিল। জানা গেল, ‘আদিপুরুষ’ আগস্টে নয়, মুক্তি পাবে আসছে বছরের ১২ জানুয়ারি। এটি হবে ২০২৩ সালের প্রথম বিগ বাজেটের সিনেমা।

এতে প্রভাস রাম এবং রাবনের চরিত্রে সাইফ আলি খান অভিনয় করেছেন। সীতা চরিত্রে কৃতি স্যানন এবং লক্ষ্মণ চরিত্রে অভিনয় করেছেন সানি সিং।

কৃতি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মুক্তির নতুন তারিখ। সেখানে লেখেন, ‘‘আদিপুরুষ’ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে থ্রিডিতে মুক্তি পাবে ১২ জানুয়ারি।’

সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় মুক্তি পাবে।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।