আবারও সর্বাধিক ভোটে জিতলেন নায়িকা রত্না
চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড-এর নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ‘ইতিহাস’খ্যাত নায়িকা রত্না। এক বছর মেয়াদি কমিটিতে ২৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। গত মেয়াদের নির্বাচনেও রত্না (৩৪৪) সর্বাধিক ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছিলেন।
পরপর দুইবার সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়ে রত্না বলেন, ‘আমার ভীষণ ভালো লাগছে। এক বছরে আমি কিছু একটা করেছি। তাই ভোটাররা আমাকে আবারও জয়ী করেছেন। এবার নির্বাচন করার ইচ্ছে ছিল না। সবার অনুরোধেই এবার নির্বাচনে অংশ নেই।
ভোটাররা আমাকে এতটা ভালোবাসেন তা ধারনাই ছিল না। আমি সবার কাছে কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘এ নিয়ে আমি চারবার ফিল্ম ক্লাবের নির্বাচনে অংশ নিলাম। চারবারই সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। পরপর দুইবার নির্বাচিত হওয়ার পর বিরতি দিয়ে গতবার আর এবার নির্বাচন করে সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছি।’
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬১৯ জন। তার মধ্যে ৪৫৭ সদস্য ভোট প্রদান করেছেন। নির্বাচনে সভাপতি কামাল মো. কিবরিয়া লিপুসহ কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মো. সাফি উদ্দিন সাফি (২৭৫), এম এ কামাল (২৬৬), আজিজ আহমেদ পাপ্পু (২৭৫), জসিম আহমেদ (২৪০), আনোয়ার হোসেন আনু (২২৪), মো. আব্দুল্লাহ জেয়াদ (২১৮), হানিফ আকন দুলাল (২১০), জাহান এম এ রহমান (৩২৬), রত্না কবির (২৯৮), শাহ মো. আলমগীর বাচ্চু (২২৭)।
‘কেন ভালোবাসলাম’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় আসেন রত্না। প্রথম সিনেমার পর কাজী হায়াতের পরিচালনায় ‘ইতিহাস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ ক্যারিয়ারে রত্না অর্ধশত চলচ্চিত্রে অভিনয় করেছেন। ইতোমধ্যে তার অভিনীত ৪৮টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে।
রত্না অভিনীত মুক্তির অপেক্ষায় আছে জুয়েল ফারসির ‘অরুণ বরুণ কিরণ মালা’, সত্য রঞ্জন রোমান্সের ‘পরাণ পাখি’, সরকারি অনুদানে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’, রকিবুল আলম রকিবের ‘নষ্ট মুন্না’, তাজুল ইসলাম এডিনের ‘কঠিন লড়াই’ সিনেমাগুলো। শিগগিরই সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এমআই/এলএ/জেআইএম