নারী হৃদয় জয়ের কৌশল শেখাবেন সানিয়া


প্রকাশিত: ১০:৩৯ এএম, ২২ নভেম্বর ২০১৪

ছোটপর্দায় হাজির হচ্ছেন ভারতের বিখ্যাত টেনিস তারকা সানিয়া মির্জা। তবে টকশো কিংবা ফ্যাশান শোতে নয়। এবার পুরুষদের শিক্ষকের ভূমিকায় আবির্ভূত হচ্ছেন তিনি। জানা গেছে, ‘স্কুল অফ বন্ডিং’ শোর মাধ্যমে পুরুষদের নারী হৃদয় জয়ের কৌশল শেখাবেন সানিয়া।

ভারতের এক বার্তা সংস্থা জানিয়েছে, ভারতীয় পুরুষ যারা এখনও তাদের মনের মতো সঙ্গী পাননি বা পেয়েও বলতে সাহস পাননি, এবার তাদের জন্য সমাধান নিয়ে আসছেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা।

সম্প্রতি হায়দারাবাদি সুন্দরী তার নিজের টুইটার অ্যাকাউন্টে বন্ড গার্লের সাজে একাধিক ছবি পোস্ট করেন। সেখানেই তিনি বলেন, জেমস বন্ড হচ্ছেন যে কোনো নারীর পছন্দের তালিকায় এক নম্বরে।

তার দাবি, ব্যক্তিত্ব, স্বভাব, পৌরুষত্ব, সবমিলিয়ে জেমন বন্ডের কোনো তুলনা হয় না। তাই সমস্ত পুরুষদের তিনি শেখাবেন কীভাবে জেমস বন্ডের মতো একজন সুপুরুষ হয়ে ওঠা যায়।

সানিয়া বলেন, তার স্বপ্নের পুরুষ বন্ড। বাস্তবেও তিনি জীবনসঙ্গী হিসেবে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে খুঁজে পেয়েছেন। এবার অন্য পুরুষদের মেলাবেন তাদের স্বপ্নসুন্দরীদের সঙ্গে।

এর আগে বিভিন্ন জনপ্রিয় টকশোতে অংশ নিতে দেখা গেছে সানিয়াকে। বিখ্যাত এই টেনিস তারকা একবার দিল্লি ফ্যাশন উইকেও অংশ নিয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।