বড়দিনে মাইলির বাজেট ৬ হাজার পাউন্ড


প্রকাশিত: ১০:০৯ এএম, ২২ নভেম্বর ২০১৪

বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত বিখ্যাত মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। কিন্তু বিলাসবহুল অট্টালিকায় থেকেও ভুলে যাননি দুঃস্থ ও ছিন্নমূল মানুষদের। এবারে বড়দিন উপলক্ষে গৃহহীনদের জন্য ৬ হাজার পাউন্ড বাজেট রেখেছেন মাইলি।

ইন্ডিয়া টুডে এক খবরে জানিয়েছে, দুঃস্থ ও ছিন্নমূল মানুষদের জন্য সবসময় মন কাঁদে মাইলির। তাই এবারের বড়দিন উপলক্ষে গৃহহীনদের জন্য ক্রিসমাস পার্টির আয়োজন করবেন মার্কিন এই পপতারকা।

দরিদ্রদের জন্য বরাবরই কিছু করতে চান মাইলি। বড়দিনে অন্যদের পাশাপাশি সুবিধাবঞ্চিতরাও যেন আনন্দে মেতে উঠতে পারে সেজন্যই তার এই পরিকল্পনা।

২১ বছর বয়সী এ পপ তারকা জানান, ৩ কোর্সের নৈশভোজটির জন্য নিযুক্ত করা হচ্ছে আলাদা বাবুর্চি। এছাড়া অতিথিদের সুস্বাদু সব পদ পরিবেশনের জন্য নিযুক্ত করবেন ওয়েটার ও ওয়েট্রেসদের।

মাইলি বলেন, নিজেই যত্ন নিয়ে সব ব্যবস্থা করছেন তিনি। নৈশভোজের পর দুঃস্থদের জন্য বিনোদনমূলক গেমস রাখার ভাবনাও আছে।

সেই সাথে সবাইকে আনন্দ দিতে পার্টিতে গান গাইবেন বলেও জানান মাইলি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।