৭ বছর পর দ্বিতীয় সিনেমা নির্মাণ করলেন রিয়াজুল রিজু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২

নির্মাতা রিয়াজুল রিজু প্রথম সিনেমা ‘বাপজানের বায়স্কোপ’ দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন বাংলা সিনেমায়। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাপজানের বায়স্কোপ’ আটটি বিভাগে পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমা নির্মাণ করলেন তরুণ এই মেধাবী পরিচালক। তার দ্বিতীয় সিনেমার নাম ‘প্রেমের কবিতা’। নেত্রকোনার বিরিশিরির মনোরম লোকেশনে ছবিটির শুটিং শেষ করছেন রিজু। নিশ্চিত করলেন নিজেই।

পরিচালক রিয়াজুল রিজু বলেন, ‘গ্রামাঞ্চলের একটা ঐতিহ্য আছে কোনো খেলা নিয়ে প্রতিযোগিতায় খাশি (ছাগল) উপহার হিসেবে রাখা হয়। খেলা শেষে জয়ী এবং পরাজিত দলের সদস্যরা মিলে সেই খাশি জবাই করে খায়। একটা উৎসব আমেজ থাকে।

সেই ঐতিহ্যকে তুলে ধরে একটা প্রেমের গল্প নিয়ে সিনেমাটি তৈরি করছি। দর্শক যখন সিনেমাটি দেখবেন, আনন্দ পাবেন বলেই বিশ্বাস করছি।’

তিনি আরও বলেন, ‘প্রেমের কবিতা’ সিনেমার শুটিং শুরু করি ৭ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার বিরিশিরিতে। গতকাল শুক্রবার শেষ হয়েছে শুটিং। আশা করছি সব ঠিক থাকলে এই বছরের শেষ দিকে ‘প্রেমের কবিতা’ মুক্তি পাবে সিনেমা হলে। যদিও বিষয়টা প্রযোজকের উপর নির্ভর করে।’

প্রেমের কবিতা সিনেমায় অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত নাইরুজ সিফাত। জানিয়েছেন, ‘সিনেমার গল্প, চরিত্র, শুটিং লোকেশন- সব মিলে ‘প্রেমের কবিতা’র সঙ্গে কয়েকটি দিন দারুণ কেটেছে। আশা রাখি সিনেমাটি আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকবে।’

‘প্রেমের কবিতা’ সিনেমায় কাহিনী,সংলাপ,চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রিয়াজুল রিজু। সিনেমাটিতে আরও অভিনয় করছেন সাঈদ বাবু, আবু হেনা রনি, ফারদিন, আঁখি, হান্নান শেলী, রাশেদা রাখি, অনন্ত মাহফুজ, রকি, মেহেদী আকাশ, বিশাল বসির, বৃষ্টি, ইসমাইল হোসেনসহ অনেকে।

ছবির গানগুলো লিখেছেন জাকির হোসেন রাজু ও অনুরুপ আইচ।

এমআই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।