কলকাতার নতুন সিনেমায় নুসরাত ফারিয়া, নায়ক যশ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২

ঢালিউডের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিনেমার অভিনয় দিয়ে তিনি দুই বাংলায়ই দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। তিনি উপস্থাপনা ও মডেলিং দিয়েও সাফল্য পেয়েছেন। গান গেয়েও বাজিমাত করেছেন দুই বাংলার চলচ্চিত্রের প্রিয়মুখ নুসরাত ফারিয়া।

কলকাতার নতুন একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। ছবির নাম ‘রকস্টার’।

বিজ্ঞাপন

এ ছবিতে ফারিয়া নায়ক হিসেবে পাচ্ছেন যশ দাশগুপ্তকে। আজ ১৭ ফেব্রয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। চলবে ৩ মার্চ পর্যন্ত। ভারতের বিভিন্ন লোকেশনে হবে চিত্রায়ন।

রোমান্টিক থ্রিলার ধাঁচের এই সিনেমাটির নির্মাণ করছেন অংশুমান প্রত্যুষ। এটি প্রযোজনা করছেন এসপি ইন্টারন্যাশনাল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবিটি নিয়ে নুসরাত ফারিয়া বেশ আশাবাদী। তিনি বলেন, ‘মজার একটি স্টোরি আছে এখানে। আমার চরিত্রটিও দর্শক উপভোগ করবেন বলে বিশ্বাস।’

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।