ভারতীয় টেনিসের প্রশংসায় ভেনাস উইলিয়ামস


প্রকাশিত: ০৭:১৬ এএম, ২২ নভেম্বর ২০১৪

যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস ভারতীয় টেনিস সংস্কৃতির ভূয়সী প্রশংসা করে বলেছেন, ‘এই ইভেন্টে ভারত খুবই সমৃদ্ধ।’


ভবিষ্যতেও ভারত টেনিসের এই ধারা ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ১৭টি গ্ল্যান্ড স্ল্যাম জয়ী ভেনাস। তিনি বলেন, ভারতে বিজয় অমিরিতরাজ, লিন্ডার পায়েস ও সানিয়া মির্জার মতো টেনিস প্লেয়ার রয়েছেন। এখানের টেনিস খুবই ভাল অবস্থায় রয়েছে। আমি মনে করি না, কোনো কারণে বাধাগ্রস্ত হতে পারে ভারতের টেনিসের অগ্রযাত্রা।

এককে গ্ল্যান্ড স্ল্যাম জয়ের পাশাপাশি দ্বৈতেও ১৩টি গ্ল্যান্ড স্ল্যাম পেয়েছেন ভেনাস। বোন সেরেনা উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। আর টেনিস বিশ্বের কাছে দুই বোন পরিচিত ‘উইলিয়ামস বোনদ্বয়’ হিসেবেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।