মরণোত্তর সম্মাননা পাচ্ছেন সালমান শাহ


প্রকাশিত: ১০:৩৯ এএম, ০৯ জানুয়ারি ২০১৬

ঢাকাই চলচ্চিত্রের রাজপুত্র তিনি, অমর নায়কও তিনি। তাকে কেউ কেউ এদেশের চলচ্চিত্রের রোমান্সের মিথও বলে থাকেন। বলছি অকাল প্রয়াত সালমান শাহের কথা।

জানা গেছে, এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন-এজাহিকাফ কর্তৃক প্রদত্ত মরণোত্তর সম্মাননা পেতে যাচ্ছেন সালমান। ১৬ জানুয়ারি, শনিবার বিকাল ৩টা ৩০মিনিটে এফডিসিতে আয়োজিত ‘এজাহিকাফ পারফরমেন্স অ্যাওয়ার্ড-২০১৬’ অনুষ্ঠানে নায়ককে এই সম্মান প্রদান করা হবে। সালমানের মা নীলা চৌধুরী ও সালমান শাহ স্মৃৃতি পরিষদের সভাপতি কন্ঠশিল্পী এস এম শফি এই সম্মাননা গ্রহণ করবেন।

একই মঞ্চে চিত্রনায়ক মান্নাকেও সম্মানিত করা হবে। তার পক্ষে মান্নার স্ত্রী শেলী মান্না সম্মাননা গ্রহণ করবেন।

এজাহিকাফের এই আয়োজনটির ইভেন্ট পরিচালনা করছে লাল সবুজের দল (ব্যান্ড)। অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, মঞ্চ নাটক, নৃত্য ও সাংবাদিকতা বিভাগে শ্রেষ্ঠত্বের বিচারে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।