জিয়াউদ্দিন আলমের নাটকে জুটি হলেন সালমান মুক্তাদির ও চমক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জিয়াউদ্দিন আলম নির্মাণ করেছেন খন্ড নাটক ‘চিরকুট’। নাটকের কাহিনী লিখেছেন বিদ্যুৎ রায়। জুয়েল হাসানের চিত্রগ্রহণে নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সালমান মুক্তাদির।

তার সঙ্গে এই নাটকে জুটি বেঁধেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী চমক। প্রথমবারের তাদের একসঙ্গে দেখবেন দর্শক।

এছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন সুস্মিতা সিনহা, হোসাইন সাঈদি ও শিখা খান ও মোইন খান প্রমূখ।

‘চিরকুট’ নাটকের টাইটেল গানটি গেয়েছেন কাওসার খান ও প্রমা শেখ। গানটি লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সংগীত করেছেন কাওসার খান।

পরিচালক জানান, নাটকটি প্রকাশ হবে ১২ ফেব্রুয়ারি আরটিভির অফিসিয়াল ইউটিউ চ্যানেলে। এছাড়া একইদিন রাত ৮টায় আরটিভিতেও প্রচার হবে নাটকটি।

Salman-(2).jpg

নাটকের গল্পে দেখা যাবে উচ্চবিত্ত পরিবারের মেয়ে হৃদিতার। গাড়ি ড্রাইভ করে নিজেই। বাসায় শুধুমাত্র তার মা আর সে থাকে। নিয়মিত শরীরচর্চা তার অভ্যাস। একদিন সকালে ছাদের উপর ব্যায়াম করতে গিয়ে একটি গোলাপ ফুল ও সাথে চিরকুট রাখা দেখলে সোনালী কৌতুহলবসত চারদিকে খুঁজতে থাকে কাউকে পাওয়া যায় কি না।

দেয়ালের আড়াল থেকে কেউ তাকে ফলো করছে বুঝতে পেরে সে অন্য খেলায় মেতে ওঠে। সে ওই চিরকুটে নিজের ফোন নম্বর লিখে রেখে আসে। আর সেই সূত্র ধরে সোহানের সাথে হৃদিতার প্রথমে কথা বলা। তারপর বন্ধুত্ব এবং পরবর্তীতে ভালবাসার সম্পর্ক তৈরি হয়।

একসাথে মিশতে গিয়ে হৃদিতার ওভার স্মার্টনেসের কাছে সোহান বারবার বোকা সেজে যায়। ইচ্ছা করে সোহানকে বারবার বোকা বানানোর বিষয়টি হৃদিতা খুব এনজয় করে। কখনও রেস্টুরেন্টে, কখনও রাস্তায়, কখনও শপিংমলে, আবার কখনও মাঝরাতে ডেকে হৃদয়কে বোকা বানায় হৃদিতা। এমনই সব মজার অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যায় ‘চিরকুট’ নাটক।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।