আইনি ব্যবস্থা নেবেন পদ হারানো জায়েদ খান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের পদে নির্বাচিত হয়েও চেয়ারে বসা হলো না জায়েদ খানের। তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি না মানার অভিযোগ প্রমাণিত হয়েছে আপিল বোর্ডের কাছে।
সঙ্গত কারণে পদ হারিয়েছেন তিনি। তার পরিবর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নিপুণ। বিষয়টি আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) নিশ্চিত করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।
তবে এ রায় মেনে নেবেন না জায়েদ খান। রায় ঘোষণার পর শিল্পী সমিতির দুবারের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেন, ‘এই আপিল বোর্ডের কোনো মূল্য নেই। তারা এরকম কোনো সিদ্ধান্ত দিতে পারে না। এটা আইনবহির্ভূত।
পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা নেই যে প্রজ্ঞাপনের পর মৃত আপিল বোর্ড রায় ঘোষণা করে। আমি আইনি ব্যবস্থা নেবো।’
জানা গেছে, আগামীকাল রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এফডিসিতে শপথ নেবে শিল্পী সমিতির নতুন কমিটি।
এলএ/জেআইএম