সুন্দরী লুলিয়াকেই সালমানের স্বীকৃতি


প্রকাশিত: ০২:২২ পিএম, ২১ নভেম্বর ২০১৪

গুঞ্জনটা শোনা যাচ্ছিলো অনেক আগে থেকেই। এবার সত্যটা স্বীকার করলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা সালমান খান। রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভেনচারই তার গার্লফ্রেন্ড।

বোন অর্পিতার বিয়েতে রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভেনচারকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে স্বীকৃতি দিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে সালমানের সঙ্গে বেশ কয়েকজন সহ অভিনেত্রী সম্পর্ক নিয়ে জল্পনা হয়। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে তো বলিউডে একটা সময় ঝড় ওঠে। কয়েক বছর আগে আবার সালমান-ক্যাটরিনার প্রেম নিয়ে তোলপাড় পড়ে যায়। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর সল্লু বলতে গেলে একাই আছেন।

প্রায় ১১ জন নারীর সঙ্গে অতি ঘনিষ্ঠতা সত্ত্বেও সালমান দাবি করেন, তিনি ভার্জিন।

এর আগে সালমান অবশ্য জানিয়েছিলেন, আমি ট্রানজিট পর্বে রয়েছি, ভালো লাগছে। ১৫ বছর বয়স থেকে ট্রানজিট পর্ব তো জীবনে আসেনি। এই প্রথম বুক থেকে দীর্ঘশ্বাস ফেলার সময় এসেছে। আড়াই বছর ধরে বেশি করেই যেন দীর্ঘশ্বাস বেরচ্ছে। তবে হা-হুতাশ করার দিন শেষ হতে চলেছে। শিগগিরই কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।