আরও কাজ করে যেতে চাই: আফজাল হোসেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২২

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় একুশে পদক ২০২২ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার একুশে পদক পাচ্ছেন আফজাল হোসেন।

পদকপ্রাপ্তির অনুভূতি জানিয়ে আফজাল হোসেন বলেন, ‘আনন্দ হচ্ছে। সবাই অভিনন্দন জানাচ্ছে এটাও ভালো লাগছে। আমি দীর্ঘদিন কাজ করছি কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে আমার ভীষণ ভালো লাগছে।

তবে অতিশয় কোনো বিষয় নয়। আলাদা বলার মতো কিছুই নয়। আমি কাজ করছি। আরও কাজ করে যেতে চাই।’

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একুশে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

শিল্পকলায় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় একুশে পদক ২০২২ পাচ্ছেন মোট সাতজন। এর মধ্যে রয়েছেন কিংবদন্তি অভিনেতা, নির্মাতা আফজাল হোসেন, কিংবদন্তি অভিনেতা মাসুম আজীজ, জিনাত বরকতউল্লাহ (নৃত্য), মাহমুদুর রহমান বেণু (সংগীত), ইকবাল হোসেন (সংগীত), নজরুল ইসলাম বাবু (মরণোত্তর, সংগীত), খালেদ মাহমুদ খান (মরণোত্তর, অভিনয়)।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।