ঢাকায় কর্মরত পাবনা সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত
ঢাকায় কর্মরত পাবনা জেলার সাংবাদিকদের সংগঠন ‘পাবনা সাংবাদিক ফোরাম, ঢাকা’র প্রথম আনুষ্ঠানিক মতবিনিয়ম সভা ৭ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র সাংবাদিক ও বাসস-এর সিনিয়র রিপোর্টার খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন পূর্বক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পাবনা জেলার সাংবাদিকদের তালিকা তৈরি ও যোগাযোগের মাধ্যমে তালিকা হালনাগাদ, সদস্য ফরম তৈরি, গঠনতন্ত্রের খসড়া তৈরি, ওয়েবসাইট তৈরিসহ বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি মো. রেজাউর রহমান, দৈনিক আমাদের সময়ের সহকারি সম্পাদক ও অনলাইন প্রধান ওয়াশিকুর রহমান শাহিন, ডেইলি সানের স্টাফ করসপনডেন্ট মোহাম্মদ আল আমিন, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার গোলাম মওলা, এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার তৌহিদ শান্ত, প্রিয় ডটকমের সিনিয়র রিপোর্টার এম. মিজানুর রহমান সোহেল, দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার তানভীর খন্দকার, মাছরাঙ্গা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান, দৈনিক দিনকালের স্টাফ ফটোজার্নালিস্ট খালেদ হোসেন পরাগ, ডেইলি এশিয়ান এজের স্টাফ রিপোর্টার সোহেল মাহমুদ, রেডিও স্বাধীনের তাহমীনা খান শৈলী, ডেইলি ঢাকা টাইমস.কমের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম প্রমুখ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ জানুয়ারি শনিবার ঢাকা রিপোর্টার ইউনিটিতে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
আরএম/জেডএইচ/পিআর