উল্টো মামলা করছেন গেইল
একের পর এক বেরিয়ে আসছে ক্রিস গেইলের অপকীর্তির খবর। বরাবরই নারীর প্রতি লোভি ক্যারিবীয় এই ব্যাটিং দানব। অবশেষে তার এই অপকীর্তি প্রকাশ্যে আসতে শুরু করেছে। মেলবোর্নে এক নারী সাংবাদিককে ‘ডেট’-এর প্রস্তাব দিয়ে ক্ষমা চাইতে হলো তাকে। একই সঙ্গে ১০ হাজার ডলার জরিমানাও দিলেন তিনি। এরপরই ফেয়ারফক্স নামে এক মিডিয়ায় আসলো গেইলের বিপক্ষে আরও গুরুতর অভিযোগ। মেলবোর্নে বিশ্বকাপের ম্যাচ চলাকালীন সময় এক নারীকে দেখে নিজের শরীরের জামা খুলে ফেলেছিলেন গেইল এবং নিজেকে খুব অশালীনভাবে উপস্থাপন করেছিলেন।
তবে এই ঘটনা প্রকাশ করার ফলে অসি মিডিয়া ফেয়ারফক্সের বিপক্ষে মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান। শুধু তাই নয়, মানহানির মামলা করতে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার এক নামকরা আইনজীবীর দ্বারস্থ হয়েছেন গেইল।
বিগ ব্যাশে নারী সাংবাদিককে ডেটের প্রস্তাবই উস্কে দিয়েছে আরেকটি ঘটনাকে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার এক নারীর সঙ্গে অশোভন আচরণ করেছেন বলে নতুন অভিযোগ উঠে তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল ২০১৫ বিশ্বকাপে। সে সময় ওয়েস্ট ইন্ডিজ দলের সেবায় ছিলেন অস্ট্রেলিয়ার এক নারী। একদিন কাজের জন্য ওই নারী গেইলদের ড্রেসিং রুমে প্রবেশ করেছিলেন। তিনি ভেবেছিলেন সে সময় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা মাঠে রয়েছেন। রুমে ঢুকে তিনি তোয়ালে পড়া ক্রিস গেইলকে দেখতে পান। এরপরেই নিজেকে তার সামনে অশালীনভাবে উপস্থাপন করে কিছু কথা বলেন গেইল। বিগ ব্যাশের ওই ঘটনার পরই মুখ খুলেন সেই নারীও। যেটি সামনে নিয়ে আসে ফেয়ার ফ্যাক্স মিডিয়া।
অবশ্য ক্রিস গেইলের এজেন্ট তার পক্ষ থেকে এই ঘটনায় তার সম্পৃক্ত থাকার বিষয়টিকে নাকচ করে দিয়েছেন।
আইএইচএস/এমএস