নিপুণকে এক নম্বর আসামি করে মামলা করবো: জায়েদ খান
বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচন নিয়ে বিতর্ক থামছেই না। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে নিপুণ ও জায়েদ খানের লড়াই এখনো চলমান। নির্বাচনে ১৩ ভোটে হেরে গেছেন নিপুণ। তবে এই ফল মেনে নিচ্ছেন না নিপুণ ও তার প্যানেলের কেউ।
তারা অভিযোগ এনেছেন, নানাভাবে নির্বাচনকে প্রভাবিত করেছেন জায়েদ খান। শিল্পীদের টাকা দিয়ে ভোট কিনেছেন বলে একটি ভিডিও প্রকাশ করেছেন। কিছু স্ক্রিনশটও ফাঁস করেছেন।
সেসব নিয়েই আজ সংবাদ সম্মেলনে কথা বলেন জায়েদ খান। সেখানে তার সঙ্গে ছিলেন নায়িকা মুনমুনও।
সংবাদ সম্মেলনে জায়েদ খান বলেন, ‘কিছু ফেক স্ক্রিনশট প্রকাশ করে আমার মানসম্মান নষ্ট করা হয়েছে। আমার প্রতিপক্ষ সহকর্মীরা আমাকে সারাদেশের মানুষের কাছে ভোট চোর বানিয়েছেন। এগুলো তথ্যসন্ত্রাস। তাই তথ্যপ্রযুক্তি আইনে নিপুণকে এক নম্বর আসামি করে মামলা করবো।’
তিনি বলেন, নিপুণের সঙ্গে যারা ছিলেন তাদের বক্তব্য ও ভূমিকা যাচাই করে তাদের নামেও মামলা করা হবে।
জায়েদ জানান, আইনজীবীর সঙ্গে কথা বলে আজ রাতে বা কাল তিনি এই মামলা করবেন।
এসময় জায়েদ দুঃখ ভারাক্রান্ত মনে বলেন, ‘শিল্পীদের জন্য কাজ করেও আমি আজ দোষী৷ ভালো কাজ করেছি বলে আমার শত্রু বেড়েছে।’
জায়েদের সাথে উপস্থিত থাকা মুনমুন নির্বাচনের দিন জায়েদের কাছ থেকে কোনো টাকা নেননি বলে দাবি করেন।
এলএ/এমএস