ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে বঙ্গ সংস্কৃতি উৎসব
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বঙ্গ সংস্কৃতি উৎসব। আগামী ৯ জানুয়ারি শুরু হয়ে উৎসব শেষ হবে ১১ জানুয়ারি। ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত গেয়ে ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
উদ্ধোধনী অনুষ্ঠানে উৎসব কমিটির পক্ষ থেকে নাট্যব্যক্তিত্ব আলী জাকের, ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম ও চলচ্চিত্র ব্যক্তিত্ব মোরশেদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গেছে।
এতে সভাপতিত্ব করবেন উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান ও সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, স্বাগত ভাষণ দিবেন এ্যাডভোকেট আবু তাহের, সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করবেন অধ্যক্ষ মকবুল আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানের শেষ পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নিবেন আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠন ঢাকা আগারগাঁও সরকারি সংগীত কলেজের শিল্পীরা।
এলএ