সাধারণ সম্পাদক পদে আবার নির্বাচন চায় কাঞ্চন-নিপুণ পরিষদ
চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ করে নিজের সাধারণ সম্পাদক পদটিতে আবারও নির্বাচন করার দাবি জানিয়েছেন অভিনেত্রী নিপুণ। তার এ দাবির সঙ্গে একমত পোষণ করেছেন নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন।
রোববার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে এ দাবি জানান নিপুণ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিপুণ বলেন, ‘আমি চাই আবার নির্বাচন করতে। জায়েদ খানের সাহস থাকলে আবার নির্বাচনে আসুক। আমার পদটিতে কারচুপি করে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে।’
এসময় ‘আবার নির্বাচন করার সুযোগ আছে কি না কিংবা গঠতন্ত্রে আছে কি না’ জানতে চাইলে নিপুণ বলেন, ‘হ্যাঁ, নির্বাচন কমিশনার চাইলে আবার সম্ভব, প্রয়োজনে আমি এ বিষয় নিয়ে আদালতে যাব।’
পরে নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘যেহেতু নিপুণ ভিকটিম। সে অভিযোগ করছে তার পদে আবার নির্বাচন করা হোক। আমিও তার সঙ্গে একমত।’
সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন অভিযোগ করে বলেন, “আমার ভাবতে কষ্ট হয়, এই নির্বাচনে আমার মতো একজন শিল্পীকে ‘প্রস্রাব’ করার জন্য জায়গা খুঁজতে হয়েছে। পরে দেওয়ালে দাঁড়িয়ে আমি ‘প্রস্রাব’ করেছি। নির্বাচন কমিশনার আমাদের প্যানেলের অংশের জন্য একটি টয়লেটেরও ব্যবস্থা রাখেনি। এতোটাই প্রতিকূল ছিল আমাদের জন্য।”
নিপুণ বলেন, ‘আমার সমর্থনের প্রযোজক, প্রডাকশন, ক্যামেরাম্যানদের ঢুকতে দেওয়া হয়নি।
আমরা যেদিন তেজগাঁও ডিসির সঙ্গে বসেছি, জায়েদ বলেছেন যে, প্রশাসন ও নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, আমি সেটাই মেনে নেব। তাহলে আমাদের ক্যামেরাম্যানদের ঢুকতে দেওয়া হয়নি কেন।’
সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন, নিপুণ, রিয়াজসহ কাঞ্চন-নিপুণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমআই/ এলএ/জিকেএস/জেআইএম