ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ, নিপুণের অভিযোগ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:০১ পিএম, ২৮ জানুয়ারি ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ উঠেছে৷ সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান চাদরের নিচে থেকে ভোট চাওয়ার সময় টাকা দিচ্ছেন জায়েদ, এমন অভিযোগ তুলেছেন আরেক সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ।

আজ বেলা পৌনে ১টায় নিপুণ সাংবাদিকদের ডেকে বলেন, 'আমরা অনেকক্ষণ ধরেই শুনছি এফডিসির প্রবেশ পথ থেকে একটু দূরে দাঁড়িয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান। বারবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেও এর প্রতিকার পাচ্ছি না।

এ জায়গায় দাঁড়িয়ে ভোট চাওয়াই নিষেধ৷ এরা ভোট চাইছে, টাকা দিচ্ছে৷ তাই এখন আমরাও এখানে দাঁড়াবো৷'

এসময় নিপুণ প্যানেলের সদস্যপদ প্রার্থী ফেরদৌস বলেন, 'আমিও দেখেছি জায়েদ ও তার কয়েকজন কর্মী ভোটারদের আড়ালে নিয়ে কথা বলছে। শিল্পীদের নির্বাচনে এটা কাম্য নয়।'

নিপুণ এসময় সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করেন।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।