জাহিদ হাসানের কাছে ভালোবাসা চাইলেন নায়ক ফেরদৌস

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৮ জানুয়ারি ২০২২

চলছে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ এবং মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে লড়ছেন ৪২ জন প্রার্থী৷ স্বতন্ত্র আছেন ডন ও হরবোলা।

এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন নায়ক ফেরদৌস। তিনি আছেন কাঞ্চন-নিপুণ প্যানেলে সদস্যপদ প্রার্থী৷

বিজ্ঞাপন

আজ সকাল থেকেই এফডিসিতে হাজির হয়ে ভোট চাইছেন তিনি। বেলা ১২টায় ভোট দিতে আসেন অভিনেতা জাহিদ হাসান৷

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় জাহিদ হাসানের কাছে ভোট চাইতে ছুটে যান ফেরদৌস। প্রায় ২ মিনিট আলাপ করে নিজের জন্য ভোট চান তিনি। সেইসঙ্গে নিজের প্যানেলের জন্যও ভোট কামনা করে ভালোবাসা চাইলেন ফেরদৌস।

এসময় সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খানও জাহিদ হাসানের কাছে ভোট চান।

বেশ কড়া নিরাপত্তায় এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও র‍্যাব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।