৭ মাসের ব্যবধানে আবারো ভাঙলো বেইলি ব্রিজটি


প্রকাশিত: ০৭:২০ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

আবারও ভেঙে পড়লো দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী বাজারের বেইলি ব্রিজটি। বুধবার রাত সোয়া ১১টার দিকে ব্রিজটি ভেঙে পড়লে দু’টি পাথরবাহী ট্রাক নদীতে পড়ে যায়। এতে ড্রাইভার মাসুদসহ আহত হয়েছেন দু`জন।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরপরই ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

জানা যায়, দু’টি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৫৪১৮ ও ১৬-৭৫৩১) পঞ্চগড় থেকে চাপাইনবাবগঞ্জ যাচ্ছিল। ট্রাক দু’টি পার্বতীপুরের আমবাড়ী বাজারের মরা যমুনা নদীর উপর নির্মিত ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে উঠলে ব্রিজ ভেঙে ট্রাক দু’টি নদীতে পড়ে যায়।

ট্রাক চালক মাসুদ জানান, আমি পাথর বোঝাই ট্রাক নিয়ে প্রথমে বেইলি ব্রিজে উঠি। ব্রিজ পার না হতেই পেছনে থাকা অপর পাথর বোঝাই ট্রাকটি ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙে পড়ে।

উল্লেখ্য, গত ২৮ মে একটি নাইট কোচ, তিনটি ট্রাক ও একটি ট্র্যাক্টরসহ ওই বেইলি  ব্রিজটি ভেঙে পড়েছিল। সে সময় ৮-১০ যাত্রী আহত হন।

পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জাগো নিউজকে জানান, দুটি ট্রাকে ৮০ টনের মতো নুড়ি পাথর থাকায় ব্রিজটি ভেঙে পড়ে। দু’জন সামান্য আহত হয়েছেন বলে তিনি জানান। বৃহস্পতিবার ডাবল রেকার আসার পর উদ্ধার কাজ শুরু হবে। তবে পার্শ্বে আরেকটি বেইলি ব্রিজ থাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এমদাদুল হক মিলন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।