মুরাদ নূরের সুরে এলো আগুন-তারান্নুম আফরিনের ‘অনুভূতি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৮ এএম, ২২ জানুয়ারি ২০২২

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা আগুন। বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ’র সঙ্গেই বন্ধু আগুনের পথচলা। সেই থেকেই আগুন-সালমান মানেই দর্শকপ্রিয়তা। মান-অভিমান, কাজের পরিবেশ মিলিয়ে খুবই কম গানে কণ্ঠ দিচ্ছেন এই শিল্পী।

সম্প্রতি প্রকাশিত হলো তার নতুন গান ‘অনুভূতি’। শহীদুল্লাহ ফরায়জীর কথায়, মুরাদ নূরের সুরে এ গানে আগুনের সহশিল্পী তারান্নুম আফরিন।

‘অনুভূতি’ প্রসঙ্গে আগুন বলেন, ‘মুরাদ নূর ২০১৯ সালের শেষের দিকে একটি সিনেমার জন্য গানটি তৈরি করে। নূর ভালো সুর করে, তার সুরে আগেও গান করেছি। সে এখন সিনেমার গানে সুর করছে, তাকে উৎসাহ দিতেই করোনাকালীন সময়ে বন্দী থেকেও গানটি গেয়েছি। করোনায় অনেক সিনেমা, চলমান কাজ বন্ধ হওয়ার কারনে সিনেমাটি আলোর মুখ দেখেনি। তাই সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা। আশা করছি সবার ভালো লাগবে।’

সুরকার মুরাদ নূর বলেন, ‘সালমান শাহকে স্মরণ করে তৈরি একটি গানের মাধ্যমে আমি ও আগুন ভাই এক হয়েছিলাম। অডিওতে অনেক গান বাঁধলেও সিনেমার গান বাঁধতে যেয়ে কণ্ঠশিল্পী হিসেবে খালিদ হাসান মিলু, এন্ড্রু কিশোর, আগুন এই নামগুলো আমাকে ভীষণ টানে। তখনই আগুন ভাইকে দিয়ে গানটি গাওয়ানো।

ঘরবন্দী সময়ে আগুন ভাই স্টুডিও এসে ভয়েস দিলো। সুদূর অষ্ট্রেলিয়া থেকে তারান্নুম আফরিন গেয়ে পাঠালো। সবই প্রস্তুত। প্রকাশে বাঁধা দিলো করোনা। শিল্পীমনে অপেক্ষা সহ্য করতে না পেরে মিউজিক ভিডিও প্রকাশিত হলো। নব্বই দশকের আবহে মিষ্টি প্রেমের গানটি আশা নয়, বিশ্বাস করি সবার ভালো লাগবে।’

কণ্ঠশিল্পী তারান্নুম আফরিন বলেন, ‘আগুন ভাইয়ের সঙ্গে গাওয়া মানেই দারুণ কিছু। সেইসঙ্গে গানটির অসাধারণ মিউজিক করেছেন প্রিয় কম্পোজার লিটু চাচা। কথা লিখেছেন শ্রদ্ধেয় গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। মুরাদ নূর ভাইয়ের সুর; সব মিলিয়ে গানটা আমার প্রিয় গানের তালিকায় আজীবন থাকবে।’

বান্দরবনের দৃষ্টিনন্দন লোকেশনে নির্মিত ‘অনুভূতি’ মিউজিক ভিডিওটি নির্মাণ করেন মোহাম্মদ কনক। অভিনয় করেন আদর আহমেদ ও জিনিয়া। ‘অনুভূতি’ গানটি কণ্ঠশিল্পী তারান্নুম আফরিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।

গানের লিংক -

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।