দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর

ফাইল ছবি

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। জাতীয় সংসদ ভবন মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. তানীম আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার (১৬ জানুয়ারি) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সোমবার (১৭ জানুয়ারি) সকালে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংসদ সূত্রে জানা যায়, মূলত অধিবেশনে যোগদানের জন্য নমুনা পরীক্ষা করান খ্যাতিমান এ অভিনেতা। এরপর তার ফল পজিটিভ এলে সঙ্গে সঙ্গে তিনি বাসায় চলে যান। পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানিয়েছেন, আসাদুজ্জামান নূরের শারীরিক অবস্থা বেশ ভালো। তার মধ্যে কোনো জটিলতা প্রকাশ পায়নি। এরপরও বাড়তি সতর্কতার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। সেসময়ও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

এইচএস/এমআই/জেআইএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।