বগুড়ায় আ.লীগের গণতন্ত্রের বিজয় উৎসব পালন
গণতন্ত্রের বিজয় উৎসব ও আনন্দ র্যালি করেছে বগুড়া জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। মঙ্গলবার দুপুর দেড়টায় শহরের সাতমাথা এলাকায় গণতন্ত্রের বিজয় উৎসব উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ৩টায় বিশাল একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে দাবি করে বগুড়া জেলা আওয়ামী লীগ র্যালি সমাবেশ করেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন নবাব, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করে রাজনীতিতে ভুল করেছে। যার খেসারত কর্মীদের দিতে হচ্ছে। বিএনপি গত বছর এই দিন থেকে অবরোধের নামে শত শত মানুষ পুড়িয়ে হত্যা করেছে। নাশকতা করে দেশের কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। যার কারণে বিএনপি আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে সদ্যসমাপ্ত পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে।
সমাবেশে বগুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ সমর্থিত পৌর কাউন্সিলরদের পরিচয় করিয়ে দেন জেলা আওয়ামী লীগ সভাপতি।
লিমন বাসার/এআরএ/এমএস