ভোট দিতে পারবেন নায়িকা একা ও পরীমনি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১০ জানুয়ারি ২০২২

বিতর্কিত কাণ্ডে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ঢাকাই সিনেমার দুই প্রজন্মের দুই নায়িকা একা ও পরীমনি। সেই পরেপ্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছিল।

অবশেষে সেই স্থগিতাদেশ কাটছে। আগামী ২৮ জানুয়ারি সংগঠনটির ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সে নির্বাচনে ভোট দিতে পারবেন একা ও পরীমনি। তথ্যটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলেন, ‘নায়িকা একা ও পরীমনির ভোট দিতে কোনো বাধা নেই। চাঁদা পরিশোধ করলেই হবে। তাদের সাময়িক স্থগিতাদেশ তুলে নেয়া হয়েছে। কারণ তারা কারাগার থেকে বেরিয়ে আমাদের চিঠির উত্তর দিয়েছেন। আমরা সব সময়ই বলেছি, এটা সাময়িক স্থগিত।’

এখন পর্যন্ত দুটি প্যানেলের নাম শোনা যাচ্ছে এবারের নির্বাচন ঘিরে। বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান একটি প্যানেল আনবেন। আরেক প্যানেলে সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাধারণ সম্পাদক অভিনেত্রী নিপুণ।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।