সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক সাইমনের চাচা নিহত


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৪ জানুয়ারি ২০১৬

সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক সাইমন সাদিকের ছোট চাচা এমদাদুল ইসলাম বাচ্ছু নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে রাজধানীর মহাখালীতে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন তিনি।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সাইমন নিজেই। তিনি জানান, তার চাচার মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে রাখা আছে। তবে যাতে মরদেহের পোস্টমর্টেম করা না হয় তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন তিনি।

সাইমন আরো জানান, নিহত এমদাদুল ইসলাম বাচ্ছুর মরদেহ আজ রাতেই কিশোরগঞ্জে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

এলএ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।