‘ফিফটি শেডস অফ গ্রে’ জীবন বদলে দিয়েছে জ্যামির
মডেলিং দিয়ে ক্যারিয়ারের যাত্রা শুরু করেন আইরিশ অভিনেতা জ্যামি দোরনান। ২০১৫ সালে ‘ফিফটি শেডস অফ গ্রে’ সিনেমায় ব্যবসায়িক টাইকুন ক্রিস্টিয়ান গ্রে চরিত্রে অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করেন তিনি। সঙ্গে ছিলেন ড্যাকোটা জনসন।
ইংরেজ লেখিকা ই. এল. জেমস রচিত ‘ফিফটি শেডস- ত্রয়ী’ উপন্যাস অবলম্বনে নির্মিত কামোদ্দীপক রোমান্টিক ড্রামা ফিফটি শেডস অফ গ্রে। বইটির উপর ভিত্তি করে ‘ফিফটি শেডস ডার্কার’ (২০১৭) ও ‘ফিফটি শেডস ফ্রিড’ (২০১৮) নির্মিত হয়েছে।
জ্যামি ও ড্যাকোটা জুটির অভিনয় দর্শক মনে এতোটাই দাগ কাটে যে তারা বাস্তব ও রিলকে আলাদা করতে পারেননি। ট্রিলজিটি বক্স অফিসে ব্যাপক সফলতার মুখ দেখে। অসংখ্য বক্স অফিস রেকর্ড ভেঙে বিশ্বব্যাপী ৫৭০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করে।
বহু বছর ধরে তেমন কোনো ইন্টারভিউতে কথা বলেননি গ্রে খ্যাত অভিনেতা। সম্প্রতি ব্রিটিশ ম্যাগাজিন জিকিউ- এর সাথে কথোপকথোন হয় তার। তিনি বলেন, ‘এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে এমন একটি ফ্র্যাঞ্চাইজির অংশ হয়ে কাজ করা আমার ক্যারিয়ারের জন্য দারুণ একটি বিষয়। এ সিনেমায় কাজ করা প্রতিটি অভিনেতা তাই বলবে। তবে এটা বলতে লজ্জা নেই যে এ ছবিটি আমার এবং আমার জীবন আর্থিকভাবেও বদলে দিয়েছে।’
তুমুল জলপ্রিয়তা লাভ করা সিনেমার অভিনেতা জ্যামিকে জিজ্ঞেস করা হয় তার চরিত্র কি কখনো তাকে স্টেরিওটাইপড হওয়ার ভয় দেখিয়েছিল। উত্তরে তিনি বলেন, ‘না।’ তিনি গল্প শুনেই চরিত্রটিতে অভিনয় করেছিলেন।
জ্যামি বলেন, তিনি কখনো এ চরিত্রটি করতে ভয় পাননি। অনুরুপ চরিত্রে কাজ করার সুযোগ আর কখনও আসেওনি।
জ্যামি বলেন, ‘ভক্তরা সিনেমাটি পছন্দ করেছেন। আমি এর জন্য খুবই কৃতজ্ঞ এবং সবসময় থাকবো। আমিসহ সিনেমার সাথে জড়িত প্রত্যেকেই যতটা সম্ভব কঠোর পরিশ্রম করেছেন।’
এলএ/জিকেএস