সাইমনের মায়া


প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৪ জানুয়ারি ২০১৬

ঢাকাই চলচ্চিত্রের সম্ভাবনাময়ী চিত্রনায়ক সাইমন সাদিক বছরের শুরুতেই নতুন ‘মায়া’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি পরিচালনা করবেন আকাশ চৌধুরী। এখানে সাইমনে বিপরীতে দেখা যাবে আইরিনকে।

জাগো নিউজকে সাইমন বলেন, ‌‘বছরের শুরুতেই মায়া ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ছবির গল্পটি বেশ চমৎকার। এককথায় দর্শককে আকৃষ্ট করার মত গল্প। সবার ভালো লাগবে।’

এদিকে, সাইমন অভিনীত সর্বশেষ ‘মাটির পরী’ ছবিটি গেল ১ জানুয়ারি মুক্তি পায়। রোমান্টক-কমেডি ঘরানার এ ছবিতে অভিনয় করে দর্শকমহলে অনেকটাই আশা জাগিয়েছেন তিনি।

পাশাপাশি আরো বেশ কিছু ছবি তার মুক্তির অপেক্ষায় রয়েছে। সাইমন বলেন, আগামী মাসেই আসছে ‘পুড়ে যায় মন’ ছবিটি। তাছাড়া মুক্তির প্রতিক্ষায় আছে ‘চোখে দেখা’ প্রভৃতি।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।