ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ০৪ জানুয়ারি ২০১৬

ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুর জেলার শিবচরের সূর্য্যনগরে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে দাঁড় করানো একটি মাটি টানার ট্রাক ও একটি নসিমনের সঙ্গে সংঘর্ষ লাগে।

প্রত্যক্ষদর্শী মো. বোরহান ফকির জাগো নিউজকে জানান, ঢাকাগামী বাসটির সামনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার পাশের ওয়ার্কশপের দোকানে একটি মেরামত করা অবস্থায় থাকা একটি ট্রাক এবং নসিমন গাড়িকে চাপা দেয়। পাশে দাঁড়িয়ে থাকা দুই শিশুর একজন ঘটনাস্থলেই মারা যায়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক।

এসময় বাসচাপায় ঘটনাস্থলেই লপ্তের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু ঘটে। অপর এক শিশুকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে পরে জানা গেছে।

এ ব্যাপারে পাঁচ্চর হাইওয়ে পুলিশ সার্জেন্ট আরিফ খান জাগো নিউজকে জানান, খবর শুনে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। শিবচর থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ কে এম নাসিরুল হক/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।