কোরিয়ান সিনেমার নায়িকা হচ্ছেন এনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১

বাংলা সিনেমার পাশাপাশি বলিউডে কাজ করছেন কলকাতার অনেকেই। তবে সবার থেকে একধাপ এগিয়ে এ প্রজন্মের অভিনেত্রী এনা সাহা চলে গেলেন আরও দূরে। তিনি অভিনয় করতে যাচ্ছেন কোরিয়ান সিনেমায়। এই খবরটি বেশ সাড়া ফেলেছে টালিগঞ্জের সিনেমাপাড়ায়।

আনন্দবাজারের বরাতে জানা গেছে, এনা নিজেই কোরিয়ান ছবিতে কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, তার সিনেমার সহ-প্রযোজক কিংবদন্তি কোরিয়ান অভিনেতা জ্যাকি চ্যানের সহকারী ইয়াং জান জিং। প্রায় ৭০টি ছবিতে তিনি অভিনেতার স্টান্টম্যান হিসেবে কাজ করেছেন। এনার বিপরীতে থাকবেন কোরিয়ার প্রথম সারির দুই নায়ক।

কেমন হবে ছবির গল্প? এনা জানান, ‘ইতিহাসের পাতা থেকে উঠে আসবে তার এবং দুই নায়কের চরিত্র। তিনি এক ভারতীয় রানির ভূমিকায়। বিপরীতে দুই রাজা। ফলে, ডাবিং করতে হবে না তার সংলাপ। সম্ভবত এনার মুখে হিন্দি সংলাপই শোনা যাবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুধু গল্প বা নায়িকা নির্বাচনেই নয়, শুটিংয়েও থাকবে ভারতের ছোঁয়া। শোনা যাচ্ছে, ছবির ৪০ শতাংশ শুটিং হবে ভারতে। ৬০ শতাংশ কোরিয়ায়। জানুয়ারির শেষে চুক্তি সই করবেন এনা। ফেব্রুয়ারিতে হবে শুটিং।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।