এক নাটকের ৭ চরিত্রে মোশাররফ করিম


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৪ জুলাই ২০১৪

এক নাটকে সর্বোচ্চ দুটি বা তিনটি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা আছে কোনও কোনও অভিনেতা-অভিনেত্রীর। কিন্তু এবার একাই এক নাটকের সাতটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ঈদের জন্য নির্মিত নাটকটির নাম ‘সাধারণ গনিত’।

নাটকটি লিখেছেন পলাশ মাহবুব। পরিচালনা করছেন হাসান মোরশেদ। এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, একটি সিঙ্গেল নাটকের ৭টি চরিত্রে একজন অভিনেতার অভিনয় আগে কখনও ঘটেছে কিনা আমার জানা নেই। নাটকটির গল্প খুব শক্তিশালী। আর পলাশ মাহবুব ও হাসান মোরশেদ জুটির যে ক’টি নাটকে আমি অভিনয় করেছি সবক’টিই আলোচিত নাটক। যেমন-‘জর্দা জামাল’, ‘তিনি একজন সৌভাগ্যবান’, ‘হাঁটাবাবা রিটার্ন’। নাট্যকার পলাশ মাহবুব বলেন, ভিন্নধর্মী গল্প নিয়ে কাজ করার চেষ্টা করি আমরা। ‘সাধারণ গনিত’ নাটকটির গল্পেও দর্শকরা নতুনত্ব পাবেন। এ নাটকে মোশাররফ করিম ছাড়া আরও অভিনয় করছেন শায়না আমিনসহ অনেকে। নাটকটি আসছে ঈদে আরটিভিতে প্রচার হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।