তারিক আনামকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন সিয়াম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২১

‘মৃধা বনাম মৃধা’ সিনেমার কাহিনি পারিবারিক গল্পের, বাবা-ছেলের দ্বন্দ্বের। দুই দ্বান্দ্বিক অভিনেতা তারিক আনাম খান ও সিয়াম আহমেদ। পর্দা থেকে বেরিয়ে দুই অভিনেতা বাস্তবে ফিরে ভাসলেন আবেগে। একে অপরকে জড়িয়ে ধরে সামলাতে পারলেন না চোখের জল।

সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ছিল ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার প্রিমিয়ার শো। সিনেমাটি শেষ হতেই প্রেক্ষাগৃহে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। যার জন্য প্রস্তুত ছিল না দর্শকরাও।

সিনেমা দেখা শেষে প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার সময় তারিক আনামকে জড়িয়ে ধরেন সিয়াম। মাথায় তারিক আনাম হাত রাখতেই নিজেকে আর সামলাতে পারেননি। অঝোরে কেঁদে ফেলেন এই তারকা। তখন অনুজের পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করেন অগ্রজ। তবুও আবেগ সামলাতে বেশ বেগ পেতে হয় সিয়ামকে।

এই চিত্রনায়ক বলেন, সিনেমাটির গল্প অনেক আবেগঘন। শুটিং করার আগে আমরা প্রথমে বাবা-ছেলে হয়েছি। তারপর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। বিশেষ প্রদর্শনীতে আমার নিজের বাবাও উপস্থিত ছিলেন। যখন সিনেমাটা শেষ হলো, তখন আমার বাবার চোখেও পানি দেখেছি। ওনাকে আমি নিজেই সান্ত্বনা দিয়েছি। কিন্তু তারিক স্যারকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারিনি। কারণ আমরা জানি, এই জার্নিটা আমরা কীভাবে পার করেছি।’

প্রিমিয়ার শোর আগে সিয়াম বলেন, আমি সবার সঙ্গে ‘মৃধা বনাম মৃধা’ দেখবো বলে এসেছি। সিনেমাটির সবকিছু সম্পন্ন হওয়ার পর আর দেখিনি। আশা করছি সিনেমাটা অনেক ভালো লাগবে।

যমুনা ফিউচার পার্কের ব্লকব্লাস্টারে আয়োজন করা হয় ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার বিশেষ প্রদর্শনী। সেখানেই এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী নোভা ফিরোজ ও পরিচালক রনি ভৌমিকসহ সিনেমাটির অভিনয়শিল্পীসহ শোবিজের অনেকে।

রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন রনি ভৌমিক। সিয়াম-নোভা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টাচার্য, তৌফিকুল ইসলাম ইমন, মাসুদুল আমিন রিন্টু প্রমুখ।

আগামী ২৪ ডিসেম্বর ৪৪ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এমআই/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।