কাপুর হলেন ক্যাটরিনা
লেগ পুল করা বোধহয় একেই বলে! বিয়েবাড়ি ভর্তি লোকজন। অতিথিরা বসে রয়েছেন। সকলের সামনেই ক্যাটরিনা কাইফকে ক্যাটরিনা ‘কাপুর’ বলে সম্বোধন করলেন সালমান খান। সেই শুনে পালাবার পথ পান না ক্যাট সুন্দরী।
সালমান খানের বোন অর্পিতা খানের বিয়ে নিয়ে জমে উঠেছে বলি পাড়া। অর্পিতাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছেন তারকারা। খান পরিবারের আতিথেয়তায় জমে উঠেছে চাঁদের হাট। সেই বিয়েবাড়িতে আমন্ত্রিত ক্যাটরিনাও। মঞ্চে বাজছে জনপ্রিয় সব গান। আর সেই তালেই কোমর দোলাচ্ছেন অতিথিরা।
‘চিকনি চামেলী’র জাদুতে আচ্ছন্ন বিবাহ বাসর। হঠাৎই ক্যাটরিনাকে মঞ্চে ডেকে নেন সালমান। “ক্যাটরিনা কাইফ তুমারা গানা বাজ রাহা হ্যায়। প্লিজ কাম অন স্টেজ” বলে ওঠেন সালমান খান। কিন্তু ক্যাট লজ্জা পেয়ে পরিচালক করণ জোহরের পিছনে আড়াল খোঁজেন। তখন সালমান ক্যাটরিনাকে স্টেজে নিয়ে আসার জন্য করণকেই অনুরোধ করেন।
তাতেও কাজ না হওয়ায় সলমন বলে ওঠেন, “ওকে ফাইন। নট ক্যাটরিনা কাইফ, ক্যাটরিনা কাপুর প্লিজ কাম অন স্টেজ”। এবার লজ্জায় লাল হয়ে ক্যাটরিনা স্টেজে আসার উদ্যোগ নিলে সালমান ক্যাটরিনার লেগ পুল করে সেরা ডায়লগটি দেন, “ম্যায় কেয়া করু…”। সকলের সামনেই সালমান বলেন, আমি তো তোমাকে ‘খান’ হবার অপশন দিয়েছিলাম, কিন্তু তুমি বেছে নিয়েছ কাপুরকে! হাসিতে ফেটে পড়েন উপস্থিত সকলে। কি ভাবছেন লেগ পুলিং-এর একটা ক্র্যাশ কোর্স সালমানের কাছে করবেন নাকি?