নিলামে ম্যাডোনার বিয়ের পোশাক


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ২০ নভেম্বর ২০১৪

নিলামে ম্যাডোনার বিয়ের পোশাকের দাম উঠল ৮১ হাজার ২৫০ মার্কিন ডলার! আইকনস অ্যান্ড আইডলস, রক অ্যান্ড রোল অকশনে সিন পেনকে যে পোশাকে সেজে পপ সম্রাজ্ঞী বিয়ে করেছিলেন, সেটি এমন দামেই বিক্রি হয়েছে।

আর তিনি ‘মেটেরিয়াল গার্ল’ এ যে পোশাক ব্যবহার করেছিলেন, সেটি বিক্রি হয়েছে ৭৩ হাজার ১২৫ মার্কিন ডলারে। তবে নিলামে সবচেয়ে বেশি দর পেয়েছে ‘ডেসপারেটলি সিকিং সুসান’ এ ম্যাডোনার পরা একটি জ্যাকেট। ২ লক্ষ ৫২ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে ওই বিশেষ জ্যাকেটটি।

ওই ছবির একটি কানের দুল বিক্রি হয়েছে ৩৪ হাজার ৩৭৫ ডলারে। তাঁর ‘এভিটা’ ছবির একটি গাউনের দাম উঠেছে ১৫ হাজার মার্কিন ডলার। ‘এ লিগ অব দেয়ার ওন’ ছবিতে ব্যবহৃত একটি ইউনিফর্ম একজন ক্রেতা কিনেছেন ৩১ হাজার ২৫০ মার্কিন ডলারে।

ম্যাডোনার পাশাপাশি জন লেনন, এলভিস প্রেসলি, জেমস ব্রাউন ও আরও অনেকের নানা সামগ্রীর নিলাম হয়েছে। মোট উঠে এসেছে ৩২ লক্ষ মার্কিন ডলার। লেননের চেনা সেই গোল ফ্রেমের চশমার দর উঠেছে ২৫ হাজার মার্কিন ডলার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।