রোবট টুতে আমির খান


প্রকাশিত: ০৩:০৩ এএম, ২০ নভেম্বর ২০১৪

বলিউডের মিস্টার পারফেকশনিস্টের এবার মন মজেছে সিক্যোয়েলে। ধুম থ্রিতে কাজ করে পুরো ধুম সিরিজের রেকর্ড ভেঙে তাক লাগিয়ে দিয়েছেন। এবার রোবটের সিক্যোয়েলে দেখা যেতে পারে আমিরকে।

২০১১ সালে রজনীকান্ত ও ঐশ্বর্য্যকে নিয়ে ব্লকবাস্টার রোবট বানিয়েছিলেন পরিচালক শঙ্কর। তিনবছর পর রোবট টু বানাতে চলেছেন শঙ্কার। আর এবার তার পছন্দ নাকি রজনী নয়, গজনী। এখনও পাকাপাকি ভাবে এই ব্যাপারে কিছু জানা না গেলেও শোনা যাচ্ছে আমির নাকি উত্সাহ দেখিয়েছেন।

শুনতে ভাল লাগলেও রজনীর ভক্তকূল এতে বিশেষ খুশি হবে বলে মনে হয় না। রজনীর ছবি সিক্যোয়েলে তাকে কতটা মেনে নেবেন দর্শক? থ্যালাইভার লার্জার দ্যান লাইফ ইমেজের সঙ্গে তাল মেলাতে পারবেন? নাকি ছাপিয়ে যাবেন তাকে? উত্তর পেতে অপেক্ষায় থাকা ছাড়া উপায় নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।