দোয়া নিতে আজমীর শরীফে নায়ক নিরব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০২১

বলিউডের তারকাদের প্রায়ই দেখা যায় সিনেমা মুক্তির আগে তারা আজমীর শরীফে যান। দোয়া নেন। সেখানে মানত পূরণ করেন। বাংলাদেশের অনেক তারকাও ভারত ঘুরতে গেলে খাজা মইনুদ্দিন চিস্তির পবিত্র দরগা সফর করেন।

চিত্রনায়ক নিরবও দোয়া নিতে আজমীর শরীফ গেলেন। নিজের ক্যারিয়ার, পরিবার ও দেশবাসীর জন্য দোয়া চেয়েছেন তিনি।

নিরব বলেন, ‘আমি আমার দুই মেয়ের জন্য দোয়া করেছি। স্ত্রী, বাবা-মার জন্য দোয়া করেছি। আমার দেশ ও দেশের মানুষ যেন ভালো থাকে, শান্তিতে থাকে সেই দোয়া করেছি। অদ্ভূত একটা অনুভূতি হলো এখানে এসে। মনে প্রশান্তি পেলাম।’

এদিকে নিরবের সবচেয়ে প্রিয় বন্ধু নায়ক ইমন অডিও কেলেংকারিতে বেকায়দায় রয়েছেন। তার জন্যও দোয়া করেছেন জানিয়ে নিরব বলেন, ‘ইমন আর আমার দীর্ঘদিনের পথচলা। ওর খারাপ কিছু হলে সেটা অবশ্যই আমাকে বেদনা দেয়। ও যেন উটকো কোনো বিপদে না পড়ে সেটা সবসময়ই চাই। আমি বিদেশে আছি যখন সে একটা ঝামেলায় পড়েছে। আশা করছি সে সব রকম বিপদ কাটিয়ে উঠবে। ওর জন্যও আমি দোয়া করেছি।’

ইমন পরিস্থিতির শিকার হয়েছে বলে মনে করেন ‘আব্বাস’খ্যাত নায়ক নিরব। তিনি বলেন, ‘মাহির সঙ্গে যে ভাষায় কথা বলা হয়েছে সেটা নিম্ন রুচির। লজ্জার। একজন শিল্পীর সঙ্গে এভাবে কথা বলা প্রত্যাশাই করা যায় না।’

ভারতে কিছু কাজের জন্য গত ৩ ডিসেম্বর রাজস্থানে উদ্দেশ্যে উড়াল দেন নিরব। ৯ ডিসেম্বর ঢাকায় ফিরবেন। সেখান থেকে ফিরে জানাবেন কাজের খবর, যা বেশ চমকে ঢাকা।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।