প্রিয়াঙ্কার অস্ত্রোপচার সফল, ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৪ ডিসেম্বর ২০২১

কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন। এসময় এক মাতাল বাইক চালক ঢুকে পড়ে সেটে। প্রিয়াঙ্কাকে ধাক্কা মারলে গুরুতর আহত হন অভিনেত্রী। ভেঙে যায় তার পায়ের হাড়।

সবশেষ খবর, প্রিয়াঙ্কার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার করে বসানো হয়েছে প্লেট। তিনি এখন আপাতত স্থিতিশীল। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আগামী দু’দিন চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখবেন। তারপর সম্ভবত ছেড়ে দেওয়া হবে প্রিয়াঙ্কাকে।

ঘটনাটি শুক্রবার রাতের। রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ ওয়েব সিরিজের শুটিং করছিলেন প্রিয়াঙ্কা এবং অর্জুন চক্রবর্তী। এসময় হঠাৎ দুই শিল্পীকে বাইকটি ধাক্কা মারে। দুজনই ছিটকে পড়েন রাস্তায়।

হালকা চোট লাগে অর্জুনের। তবে গুরুতর আঘাত পান প্রিয়াঙ্কা।

জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।