মুক্তি পেয়েছে মিশন এক্সট্রিম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৩ ডিসেম্বর ২০২১

করোনার কারণে কয়েক দফা পিছিয়েছে মুক্তির তারিখ। অবশেষে আজ ৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘মিশন এক্সট্রিম’ টিম।

সিনেমাদ টিম সূত্রে জানা গেছে, ৫০টির মতো হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবু এই অল্প সংখ্যক হলকেই ঈদের আনন্দের মতো মনে করছেন তারা৷

একে তো এমনিতেই সিনেমার হল দিন দিন কমছে। তার উপর করোনার প্রভাব৷ তাই ৫০টি হল পাওয়াকেই আনন্দ হিসেবে দেখছে মিশন এক্সট্রিম সিনেমা।

এদিকে গতকাল ২ ডিসেম্বর সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো৷ সেখানে সিনেমাটি দেখার পর এর গল্প, নির্মাণ ও শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেছেন আগত অতিথিরা। অনেকে মনে করছেন, ঢাকাই সিনেমার এই ক্রান্তিলগ্নে সাফল্যের সুবাতাস বয়ে আনবে 'মিশন এক্সট্রিম'।

ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। টাটা জানান, দেশের পাশাপাশি সিনেমাটি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ২৪টি হলে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে।

পুলিশের কাউন্টার টেররিজমের সত্য ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। ট্রেলারে বোঝা যায়, পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প। ২০১৯ সালের ২০ মার্চে ঢাকায় ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং শুরু হয়। বাংলাদেশ ও দুবাইয়ে সিনেমাটির শুটিং হয়েছে।

সিনেমায় অভিনয় করেছে৷ আরিফিন শুভ, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, তাসকিন রহমান, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম প্রমুখ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।