দুবাইতে খেলার স্বপ্ন তামিমের
অনুষ্ঠানটা ছিল ক্রীড়া সাংবাদিকদের। যেখানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল খান। প্রাণ-ফ্রুটো বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটের ড্র, ট্রফি ও জার্সি উম্মোচন অনুষ্ঠানের পরপরই আলাদভাবে সাংবাদিকদের মুখোমুখি হলেন তামিম। সেখানেই বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। কাটিয়ে দেয়া ২০১৫ সালের সাফল্য এবং আগামী বছরের প্রত্যাশা নিয়ে কথা বলতে বলতে হঠাৎ তামিমের কাছে প্রশ্ন এলো- বিপিএলে দারুন পারফরম্যান্স করলেন। সামনেই পিএসএল। সেখানেও খেলবেন আপনি। বিষয়টা নিয়ে কতটা রোমাঞ্চিত আপনি?
তামিম বললেন, ‘পিএসএলের আগে সম্ভবত জিম্বাবুয়ে সিরিজ। সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে, এটা অবশ্যই ঠিক যে বিপিএলের পর পিএসএলে খেলার ডাক পেয়েছি। এই টুর্নামেন্টও বেশ জমজমাট হবে আশা করছি। বাংলাদেশ থেকে চারজন খেলবে পিএসএলে। তাদের মধ্যে আমিও একজন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবো, এটাও আমার কাছে অনেক বড় বিষয়। আর যতটুকু শুনেছি বা দেখছি, তাতে বুঝলাম যে, তারা (আয়োজকরা) বেশ সংগঠিত। আশা করছি তারাও চমৎকারভাবে টুর্নামেন্টটা আয়োজন করবে।’
দুবাইতে খেলার স্বপ্নের কথা জানিয়ে তামিম বলেন, ‘দুবাই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটা। আমি কোন সময় দুবাইতি খেলিনি। আপনি যদি কোন ক্রিকেটারকে জিজ্ঞাসা করেন যে তারা কোথায় খেলতে ভালোবাসেন। কোন না কোনভাবেই তাদের গন্তব্য দুবাই এসে যায়। কারণ, ওখানকার পরিবেশ। সেখানে অনেক ফান এবং অনেক কিছুই করার সুযোগ আছে সেখানে। আর যে কারণে আমাকে পিএসএলে নেয়া হয়েছে, আমি চেষ্টা করবো নিজের দায়িত্ব পুরোপুরি পালন করার।’
আইএইচএস/পিআর