শরৎচন্দ্রের বৈকুণ্ঠের উইলে জ্যোতি


প্রকাশিত: ১০:৫৩ এএম, ১৯ নভেম্বর ২০১৪

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখায় মনোরমা চরিত্রটি ঘুরেফিরে এসেছে বারবার। শরৎচন্দ্রের এই মনোরমাকে এবার ধারণ করলেন জ্যোতিকা জ্যোতি। তবে এ মনোরমা ‘বৈকুণ্ঠের উইল’ উপন্যাসের।

‘বৈকুণ্ঠের উইল’ প্রথম প্রকাশিত হয় ১৯১৬ সালে। তৎকালীন গ্রাম-বাংলার আর্থ-সামাজিক বাস্তবতা উঠে এসেছে এর কাহিনীতে। উপন্যাসটি নিয়ে এবার ধারাবাহিক নাটক তৈরি হচ্ছে।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন আল মনসুর, পরিচালনা করছেন জাহাঙ্গীর আলম সুমন। আর এতে অভিনয় করছেন জ্যোতিকা জ্যোতি। উপন্যাসটির প্রধান চরিত্র বৈকুণ্ঠর ভূমিকায় দেখা যাবে জয়ন্ত চট্টোপাধ্যায়কে। পূবাইলে ১৮ নভেম্বর থেকে ধারাবাহিকটির দৃশ্যধারণ শুরু হয়েছে।

জ্যোতি বলেন, কাজটা খুবই ভালো হচ্ছে। জ্বর, ঠান্ডায় রীতিমতো কাবু তিনি। তবুও শরৎচন্দ্রের চরিত্র বলে কথা! অসুস্থতা নিয়েই কাজ করে যাচ্ছেন তিনি।

‘বৈকুণ্ঠের উইল’ ধারাবাহিকটি ২৬ পর্বের। এতে আরও অভিনয় করছেন চিত্রলেখা গুহ, নরেশ ভূঁইয়া, ডিএ তায়েব প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।