ফটিকছড়িতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ : নিহত ২


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখমুখি সংঘর্ষ হয়ে দুইজন নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনাস্থলেই অটোরিকশা চালক মো. জহুরুল ইসলাম প্রকাশ বড় তনু (৬৫) এবং হাসপাতালে নেয়ার পর অটোরিকশার যাত্রী আহাম্মদ গণি (৬০) মারা যান। এছাড়া মুহাম্মদ আলাউদ্দীন (২৮) নামে অপর এক যাত্রী আহত হয়েছেন।

ফটিকছড়ি থানার উপ পরিদর্শক (এসআই) ছৈয়দুল হক সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহত জহুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘনকুয়াশার কারণে ট্রাক (রাঙ্গামাটি-ট-১০৮৭) সিএনজি অটোরিকশার (চট্টগ্রাম-থ-১১-০৯৬৮) মধ্যে মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক মারা যান।

জীবন মুছা/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।