স্পেনের বিপক্ষে জার্মানির জয়


প্রকাশিত: ০৮:১১ এএম, ১৯ নভেম্বর ২০১৪

স্পেনের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচেই জার্মানি হেরেছে। এরমধ্যে ২০০৮ সালে ইউরো চ্যাম্পিয়নশীপের ফাইনাল ও ২০১০ সালে বিশ্বকাপের সেমিফাইনালের হার ছিল। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা অবশেষে জয়ের দেখা পেল।

মঙ্গলবার দিবাগত রাতে তারা স্বাগতিক স্পেনকে নিজেদের মাটিতেই ১-০ গোলে হারিয়েছে। ভিসেন্ত দেল বস্ক দলের দায়িত্ব নেয়ার পর নিজেদের মাটিতে এটি স্পেনের প্রথম হার। দেল বস্ক স্পেনের কোচের দায়িত্ব নেন ২০০৮ সালে। এদিন ম্যাচ প্রায় গোলশূন্যভাবেই শেষ হতে চলেছিল। কিন্তু শেষ বাঁশি বাজার মাত্র এক মিনিট আগে জার্মানির জয় নিশ্চত করেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড টনি ক্রুস।

এছাড়া দিনের অন্য ম্যাচে আলবেনিয়াকে ১-০ গোলে ইতালি, স্কটল্যান্ডকে ৩-১ গোলে ইংল্যান্ড ও সুইডেনকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।