মিরপুরে আইএফআইসি ব্যাংকের ১২৯তম শাখা


প্রকাশিত: ১২:১২ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৫

রাজধানীর মিরপুর-১ এ দারুস সালাম রোডে দেশের শীর্ষস্থানীয় আইএফআইসি ব্যাংকের ১২৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও সাশ্রয়ী ব্যাংকিং সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ব্যাংকের এ শাখা চালু করা হয়েছে।

মঙ্গলবার ব্যাংকের এ শাখার শুভ উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার। আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেসন্স অফিসার রায়হান উল আমীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইসিসি এস.এম. আব্দুল হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ ব্রাঞ্চ ব্যাংকিং ফরিদউদ্দিন আল মাহমুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস শাহ মো. মঈনউদ্দীনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারা।

এসএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।