এডিনবরায় মঞ্চস্থ হলো মুক্তিযুদ্ধের নাটক ফলাফল নিম্নচাপ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৯ ডিসেম্বর ২০১৫

স্কটল্যান্ডের প্রবাসী বাঙালিদের সংগঠন ‘থিসল শাপলা কালচারাল গ্রুপ’ মঞ্চস্থ করলো মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘ফলাফল নিম্নচাপ’। অধ্যাপক মমতাজ উদ্দীন আহমদের রচনায় নাটকটির অনুবাদ ও নির্দেশনায় ছিলেন ফখরুল ইসলাম।

গেল ২০ ডিসেম্বর রোববার বেলা ২টায় স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার সেন্ট অগাষ্টিন হাইস্কুল অডিটোরিয়ামে বিপুল দর্শকের উপস্থিতিতে নাটকটি মঞ্চস্থ হয়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ডা. শাহীন আহমেদ, ডাঃ দুলাল চৌধুরী, মীর শাহজাহান, সিরাজ হক, জালাল আহমেদ, শিরিন ঘোষ, জনি আহমেদ ও শানূর চৌধুরী।

নাটকটির মঞ্চ পরিকল্পনা ও সহযোগী নির্দেশক হিসেবে ছিলেন ডা. শাহীন আহমেদ, সংগীত, আলোক ও মঞ্চ ব্যবস্থাপনায় আনোয়ার হোসেন, পোশাক ও রূপসজ্জায় আব্দুর রাজ্জাক।

নাটক শুরুর আগে আগত প্রবাসী বাঙালি ও স্কটল্যান্ডের গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন থিসল শাপলা কালচারাল গ্রুপের চেয়ারম্যান ফখরুল ইসলাম।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধ ফেরত তরুণ রাজু, তার পরিবার ও তৎকালীন সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে নাটকটির গল্প। বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিধারী হলেও লোভের বশবর্তী হয়ে মুক্তিযোদ্ধা রাজু বিপদগামী হয়ে যায়। আর সেই লোভের আগুনে এক পর্যায়ে রাজু যেমন পুড়ে তেমনি ছারখার হয়ে যায় তার বোন ও বাবা। একদিকে মেয়ের সম্ভ্রমহানী আর অন্যদিকে ছেলে নিজের অপকর্মের জন্য ফাঁসির মুখোমুখি-সবকিছু মিলিয়ে দিশেহারা হয়ে পড়েন রাজুর শিক্ষক বাবা।

তিনি মুখোমুখি হন প্রচন্ড মানসিক চাপে, মনের ভেতরে ঘটতে থাকে ঘূর্ণিঝড়-নিম্নচাপ।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।