ফাহমিদা-পার্থ দেশের গানে


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ১৯ নভেম্বর ২০১৪

`পূর্ব দিগন্তে`, `তোরা সব জয়ের ধ্বনি কর`, `নোঙর তোলো তোলো` শীর্ষক দেশাত্ববোধক তিনটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী ও পার্থ বডুয়া। এতে তাদের সঙ্গে গলা মিলিয়েছে `মার্কস অলরাউন্ডার ২০১৪` প্রতিযোগিতার শিশু-কিশোররা।

আগামী ২২ নভেম্বর স্কুলভিত্তিক শিশুদের প্রতিভা যাচাইধর্মী এ প্রতিযোগিতার চূড়ান্তপর্ব অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানের জন্যই এ গান তিনটিতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা-পার্থ।

এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, `সামনে বিজয়ের মাস। তাই এ অনুষ্ঠানের চূড়ান্তপর্বে শিশু-কিশোর ও আমাদের কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তিনটি গান পরিবেশনের পরিকল্পনা করা হয়েছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সঙ্গে দেশের গান গাইতে পেরে খুব ভালো লাগছে। পার্থ বড়ুয়া এ প্রতিযোগিতার মূল বিচারকদের একজন। অন্য দুইজন হলেন শমী কায়সার ও ঈশিতা। ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া এর আগে একসঙ্গে `কাছে আসি ভালোবাসি` শিরোনামের একটি গান গেয়েছিলেন। আবার একসঙ্গে গাইতে পেরে তারা দারুণ খুশি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।