গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১
গাজীপুরে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং পুলিশ কনস্টেবল, শিশু, নারীসহ চারজন আহত হয়েছেন। সোমবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষীপুরা এলাকায় ঢাকা-গাজীপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর। আহদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, জয়দেবপুর থানা পুলিশের কনস্টেবল মো. আজহার ও গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রতাবপুর এলাকার মো. শাহজাহানের ছেলে মিরাজ (১৫)। বাকি দুইজন হলেন অজ্ঞাত নারী (৪০) ও অজ্ঞাত ছেলে শিশু (১০)।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে লক্ষীপুরা এলাকার বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের সামনে ঢাকা-গাজীপুর সড়কে ঢাকাগামী বাস এবং বিপরীতগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যাক্তির মৃত্যু এবং চারজন আহত হন। পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ বাসটি আটক করেছে।
মো. আমিনুল ইসলাম/এমজেড/পিআর