মালয়েশিয়া জহুর প্রদেশ বিএনপির আত্মপ্রকাশ

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ এএম, ২৮ ডিসেম্বর ২০১৫

মালয়েশিয়া জহুর প্রদেশ বিএনপির আত্মপ্রকাশ ঘটেছে। আর এই নবগঠিত কমিটি পালন করেছ বিজয় দিবস। রোববার মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৪ টায় জহুর বারু নিউইয়র্ক হোটেলের বল রুমে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে শুরু হয় আলোচনা সভা।

সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জহুর প্রদেশ বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান। জহুর প্রদেশ বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি এম জে আলমের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররাফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সাংগঠনিক মীর্জা সালাহউদ্দিন, সিঙ্গাপুর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিলিপ রহমান,  আব্দুল মজিদ, মোশাররফ হোসাইন, জিলাল হোসাইন,সোহেল রানা প্রমুখ।

বিজয় দিবসের আলোচনা সভায় টেলিকনফারেন্সে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দফতর সম্পাদক রুহুল কবির রিজভী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন প্রহসনের নির্বাচন। এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে কবর দেয়া হয়েছে। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণকে নিয়ে চলছে দুর্বার আন্দোলন।

তিনি  আরো বলেন, ‘আসন্ন পৌরসভা নির্বাচনে সারাদেশে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। সবাই যখন দেখেছেন ভোটে ধানের শীষ আছে, উৎসবের আমেজ আরো বেড়ে গেছে। তা দেখে অবৈধ সরকার পাগল হয়ে গেছে। বিএনপির প্রার্থীদেরকে ভয় দেখানো হচ্ছে। নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে। চলছে সারা দেশে সরকারি সন্ত্রাস। সবাই অপেক্ষা করছেন ধানের শীষে ভোট দেবেন বলে। যতই জরিপ হোক, এসব মিথ্যা জরিপ দিয়ে কিছু হবে না। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে।’

রিজভী বলেন, ‘সরকার কৌশলে ভুল করেছে। তারা ভেবেছিল বিএনপি নির্বাচনে আসবে না। বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। মানুষ ধানের শীষে ভোট দেয়ার অপেক্ষায় রয়েছে।

এ দিকে মালয়েশিয়া বিএনপির একশ` দিনের কর্মসূচির অংশ হিসেবে জহুর প্রদেশে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আলোচনা সভায় ১০১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমান খান বাদল।

এ ছাড়া জহুর প্রদেশের ১৩টি শাখা কমিটিও গঠন করা হয়েছে। আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে বাংলাদেশ কালচারাল সেন্টার মালয়েশিয়া।

জেডএইচ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]